সোনাগাজীতে গোলাগুলিতে দুই ডাকাত নিহত
ফেনী প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৩৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
ফেনীর সোনাগাজীতে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। পুলিশের দাবি, ডাকাত দলের অভ্যন্তরীণ সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ২টি একনলা বন্দুক ও ১ রাউন্ড তাজা গুলি ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুদ্দিন আহমেদ জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে লাশ ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।