ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কল্যাণধর্মী কর্মসূচী বাস্তবায়নে রোটারীয়ানদের প্রতি আহ্বান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রোটারীয়ানদের কল্যাণধর্মী কর্মসূচী বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি শনিবার সকালে ঢাকার বিআইসিসি মিলনায়তনে রোটারী ইন্টারন্যাশনাল জেলা-৩২৮১ এর দু’দিন ব্যাপী জাতীয় সম্মেলনে উদ্বোধনকালে এ আহবান জানান।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন, ভারতের রোটারীর সাবেক গভর্ণর অশোক মহাজন, রোটারীর জেলা গভর্ণর খায়রুল আলম, গভর্ণর নির্বাচিত মো. রুবাইয়াত হোসেন, গভর্ণর নমিনি মুতাসিম বিল্লাহ ফারুকী, সম্মেলন সভাপতি স্বপন কে রায়, জেলা সেক্রেটারী রফিকুল হাসান। অন্যান্য অধিবেশনে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ইউনিলিভার বাংলাদেশের সিইও কাদের লেলে, টিএমএসএস এর চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে আরা বেগম প্রমুখ।

শিল্পমন্ত্রী বলেন, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রোটারীয়নদের এ লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন বিশ্বের নেতৃস্থানীয় সমাজসেবী প্রতিষ্ঠান হিসেবে আর্তমানবতার সেবায় রোটারী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। শিক্ষা,স্বাস্থ্যসহ বিভিন্নক্ষেত্রে রোটারীর ভুমিকা নিংসন্দেহে প্রশংসনীয়।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশী-বিদেশী রোটারী নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। তারা দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়িত রোটারী প্রজেক্টসমূহ সম্মেলনে উপস্থাপন করেন এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা পেশ করেন। এতে সারাদেশ থেকে রোটারী নেতৃবৃন্দ যোগ দেন।

কেআই/আরকে