ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

নতুন পরিচালক পেল গ্রামীণ ব্যাংক  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়াকে। 

আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়ে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ এর ৯ (১) ধারা অনুসারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়াকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে তার যোগদানের তারিখ হতে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হলো। 

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি ব্যাংকটির পরিচালনা পর্ষদের ১২ সদস্যের নয়জনেরই মেয়াদ শেষ হওয়ায় ব্যাংকের পরিচালকরা পর্ষদের বৈঠকে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয় জটিলতা। এমন অবস্থায় সকল বিভ্রান্তি দূর করে সরকার নতুন পরিচালক নিয়োগ দিল। 

এআই/