ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মালয়েশিয়ার নয়া প্রধানমন্ত্রী মুহাইদ্দীন ইয়াসিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

মালয়েশিয়ার নয়া প্রধানমন্ত্রী মুহাইদ্দীন ইয়াসিন

মালয়েশিয়ার নয়া প্রধানমন্ত্রী মুহাইদ্দীন ইয়াসিন

অবশেষে মালয়েশিয়ার রাজনীতিতে ঘটলো সকল নাটকীয়তার অবসান। আজ শনিবার দেশটির প্রভাবশালী নেতা মুহাইদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

সে হিসেবে ১ মার্চ (রোববার) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মুহাইদ্দীন ইয়াসিন। শনিবার দেশটির উভয় পক্ষের রাজনৈতিক নেতাদের সম্মতিতে এ ঘোষণা দেন রাজা আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালের (২৪ বছর) প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা।

এসময়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য পার্লামেন্টের ২২২ এমপির সাক্ষাৎকার নেন রাজা আবদুল্লাহ। গত দুই দশক ধরেই দেশটির ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আরেক নেতা আনোয়ার ইব্রাহীম। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে সর্বোচ্চ সমর্থন পেয়ে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হলেন মুহাইদ্দীন ইয়াসিন।

এনএস/