নর্থ সাউথে আর্ক ফেস্ট’র উদ্বোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আতিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি এনএসইউ আর্ক ফেস্ট’র উদ্বোধন করেছেন। আগামিকাল রোববার পর্যন্ত চলবে এ আর্ক ফেস্ট।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে অত্যাধুনিক এক্সপেরিএন্স জোন নিয়ে স্টল দিয়েছে হ্যাচ লিমিটেড। আমদানি নির্ভরশীলতা কমানোর লক্ষ্য নিয়ে ২০১৮ সাল থেকে হ্যাচ লিমিটেড বাংলাদেশে নিজস্ব কারখানায় আন্তর্জাতিক মানের ফার্নিচার উৎপাদন ও কম্পিউটার ডিজাইনে নিখুঁত মেশিনে কাটা যেকোনো রঙ ও ডিজাইনের ওয়ারড্রোপ, কেবিনেট, ওয়াল কেবিনেট, ফার্নিচার কিচেন কেবিনেট, অফিস ফার্নিচার, ড্রেসিং টেবিল, মেলামাইন বোর্ড, প্লাইবোড, এনডিএফ, টয়লেট কেবিনেট, ওয়াল প্যানেলিংসহ বিশ্বমানের আসবাবপত্র তৈরি করে আসছে।
মানসম্পন্ন এসব আসবাবপত্র উৎপাদনের কাজে নিয়োজিত রয়েছেন কয়েকজন বিশিষ্ট আর্কিটেক্ট ও দক্ষ কারিগর। যারা পরিবেশবান্ধব ও গাছ না কেটে নতুন টেকনোলজিতে উন্নত মানের আসবাবপত্র তৈরিতে যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে।
ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিশ্বমানের ফার্নিচার তৈরি ও ডিজাইন করে বিশেষ সুনাম অর্জনে সক্ষম হয়েছে।
এআই/আরকে