ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

ঢাকা-টঙ্গী-জয়দেবপুর চার লেন 

ভারত থেকে আমদানী করা রেলের সরঞ্জাম সিরাজগঞ্জে পৌঁছেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ঢাকা-টঙ্গী-জয়দেবপুর ডুয়েল গেজ চার লেন রেললাইন নির্মাণের জন্য ভারত থেকে আমদানী করা রেলের সরঞ্জাম সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম ষ্টেশনে এসে পৌঁছেছে। ভারত থেকে মালবাহী ট্রেনে রেলগুলো নিয়ে বাংলাদেশের বেনাপোল হয়ে শনিবার দুপুরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম ষ্টেশনে এসে পৌঁছে।

বাংলাদেশের ঠিকাদারী প্রতিষ্ঠান (সেফসি বাংলাদেশ লিমিটেড) এর উচ্চমান সহকারী মো. কবীর আহমেদ বলেন, ঢাকা-টঙ্গী-জয়দেবপুর ডুয়েল গেজ রেললাইন নির্মাণের জন্য ভারতের ঠিকাদারী প্রতিষ্ঠান এফকন (কল্পতরু) এর মাধ্যমে রেলের সরঞ্জাম সিরাজগঞ্জে এনেছি। এখান থেকে সড়ক পথে রেলগুলো বিভিন্ন জায়গায় নেয়া হবে। মোট ৬ হাজার ৯'শ মেট্রিক টন রেল আনা হবে।

এর মধ্যে রেলপথ দিয়ে ৬ হাজার ১শ মেট্রিক টন ও সড়ক পথে ৮শ মেট্রিক টন রেল আনা হবে। ৪২টি বগীর মধ্যে ইতিমধ্যে ৩২টি বাংলাদেশে পৌঁছেছে । এই মালামালগুলো পৌঁছানোর পর ঢাকা-টঙ্গী-জয়দেবপুর ডুয়েল গেজ রেললাইন নির্মাণ কাজ শুরু হবে।

কেআই/আরকে