ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

ছেলেমেয়েদের প্রতিযোগী সক্ষম করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক সবধরনের প্রতিযোগীতার উপযোগী হয়ে দেশের ছেলেমেয়েরা তৈরি হবে, সরকার সেভাবেই কাজ করে যাচ্ছে। সরকার উপজেলা পর্যায় পর্যন্ত সবধরনের খেলাধুলা সুযোগ সৃষ্টি করবে।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক থেকে দূরে রেখে শিশুদেরকে যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের চরিত্র গঠন এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আজকের শিশুরা আগামী দিনে দেশের কর্ণধার হয়ে ওঠবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব- ১৭)- ২০১৯ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব- ১৭)- ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরকে//