ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বাগেরহাটে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

বাগেরহাটের মোল্লাহাটে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও অংশগ্রহণকারী শিশুদের পুরুস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চরকুলিয়া রুপা চৌধুরী অটিজম স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজোসহ সহ বিভিন্ন ইভেন্ট শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল বিশেষ উৎসাহ উদ্দীপনা । শুধু বিজয়ী শিশু নয়, অংশগ্রহণকারী সকল শিশুকে শুভেচ্ছা উপহার প্রদান করেন আয়োজকরা।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিল ফারজানা ফারুকী‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান শিক্ষক শেখ মো. কামরুজ্জামান, চরকুলিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার ইলিয়াসুর রহমান, একুশে টেলিভিশনের এইচ এম মঈনুল ইসলাম প্রমুখ।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। কোন কোন শিক্ষার্থী জীবনের প্রথম এ ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়ে অনেক শিক্ষার্থী।

শিক্ষার্থী রাবেয়া আক্তার বলেন, আমি বিস্কুট দৌড়ে অংশগ্রহণ করেছি। আমি প্রথম হয়েছি। আমাকে পুরুস্কার দিন। 

হুইল চেয়ারে বিদ্যালয়ে আসা আব্দুল হাই সকলকে গান শোনান। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আব্দুল হাই বলেন,  আমি হাঁটতে পারি না। তাই কখনও স্কুলে যেতে পারিনি। এখানে এই স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পরে কিছু শিখতে পারছি। অনেক মানুষের সাথে মিশতে পারছি। আমারমত অনেকেই আছে যারা হাটতে পারে না। কিন্তু স্কুলে আসে।

শুধু রাবেয়া আক্তার, আব্দুল হাই নয় অনেক শিক্ষার্থীরাই এভাবে আনন্দ প্রকাশ করেছেন। অভিভাকরাও খুশি বিদ্যালয় কর্তৃপক্ষের এমন আয়োজনে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিল ফারজানা ফারুকী বলেন, প্রতিবন্ধী শিশুদের নিয়ে অনেক চিন্তা করতাম। সব সময় চেষ্টা করতাম তাদের জন্য কিছু করার। 

২০১০ সালে সেই প্রচেষ্টার অংশ হিসেবে চরকুলিয়া এলাকায় অল্পকিছু প্রতিবন্ধী শিশুদের নিয়ে রুপা চৌধুরী অটিজম স্কুল প্রতিষ্ঠা করি। বর্তমানে এই বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী পড়াশুনা করছে। শিশুদের আমি খাবারেরও ব্যবস্থা করি মাঝে মাঝে। প্রতিবন্ধী এই শিশুরা লেখাপড়া শিখতে পারলে পরিবারের বোঝা থাকবে না। তারা সমাজ ও দেশের সম্পদ হবে। প্রতিষ্ঠানটির দেখভাল ও সার্বিক কল্যাণে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
কেআই/