জয়পুরহাটে জঙ্গলে গাছের ডালে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১১:৫৮ এএম, ১ মার্চ ২০২০ রবিবার
জয়পুরহাটের আক্কেলপুরের গুডুম্বা চাত্রা গ্রামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনেই গুডুম্বা গ্রামের বাসিন্দা।
আজ রোববার ভোরে চাত্রা গ্রামের পুকুরপাড়ে গাছে ঝোলানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন, উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা গ্রামের শাহীন মিয়া (৩৮) ও তার স্ত্রী আশা পারভীন (২৬)।
আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, ‘সকালে বাড়ি থেকে কিছু দূরে পুকুরপাড়ের জঙ্গলাকৃর্ণ এলাকার গাছের ডালে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই দম্পতি গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, প্রতিবেদন পেলে মূল কারণ যাবে জানা যাবে।’
এআই/