কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ পালিত। ছবি: একুশে টেলিভিশন
র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১ মার্চ) দুপুরে পুলিশ লাইন মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন মাঠে এসে শেষ হয়। সেখানে দায়িত্বকালীন অবস্থায় নিহত পুলিশ সদস্যের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এরপর পুলিশ লাইন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, এডভোকেট আব্রাহাম লিংকন পিপি, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু এবং প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবিব নীলু প্রমুখ।
এএইচ/