ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার

একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক, রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ, সংঘনায়ক (বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় উপাধি) শুদ্ধানন্দ মহাথের আর নেই।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ড. জিনবোধি ভিক্ষু।

বর্ণাঢ্য সাংঘিক জীবনের অধিকারী শুদ্ধানন্দ মহাথের ১৯৩৩ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বংঘ চন্দ্র বড়ুয়া এবং মা রেবতী বালা বড়ুয়া। তিনি প্রয়াত বিশুদ্ধানন্দ মহাথের’র স্বনামধন্য শিষ্য ছিলেন।

শুদ্ধানন্দ মহাথের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি ছিলেন। সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০১২ সালে একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া কাজের স্বীকৃতিস্বরূপ তিনি অতীশ দীপঙ্কর স্বর্ণপদক (১৯৯৭), বাংলা একাডেমির ফেলো (২০০৫), মহাত্মা গান্ধী শান্তি পদকসহ (২০০৭) দেশ-বিদেশে অনেক সম্মাননা লাভ করেন।
এসএ/