প্রকাশ পাচ্ছে সাব্বির নাসিরের ‘মৃত জোনাকি’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার
শেখ সামী মাহমুদ ও শেখ শাফি মাহমুদ। সম্পর্কে দুই ভাই। তাদের গানের প্রজেক্ট ‘এপিরাস’। বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের গানের সংগীতায়োজন করেন তারা। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডে চার বছর ধরে কাজ করছেন দুজন। ইতিমধ্যে তাদের সংগীতায়োজনে মিকা সিং ও আলী কুলি মির্জার ‘ইশকাম’সহ বেশকিছু গান সাড়া ফেলেছে। এবার তাদের সুর ও সংগীতে কাজ করলেন সংগীতশিল্পী সাব্বির নাসির। গানটির শিরোনাম ‘মৃত জোনাকি’।
নতুন এ গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। আর মিউজিক ভিডিও তৈরি করেছেন তানিম রহমান অংশু। গানটির কন্ঠ ধারণ হয়েছে মুম্বইয়ে। এতে মডেল হিসেবে কাজ করেছেন সালহা খানম নাদিয়া এবং আশফাক।
এ বিষয়ে সংগীতশিল্পী সাব্বির নাসির বলেন, ‘হর্ষ’ গানটি শোনার পর শাফি মুগ্ধ হয়ে মুম্বই থেকে আমাকে ফোন করে তাদের গানে আমাকে নেয়ার আগ্রহ প্রকাশ করেন। এরপর নতুন গানের কাজ শুরু হয়।’
যদিও প্রথম দিকে কিছুটা সিদ্ধান্তহীনতায় ছিলেন সাব্বির। তারপর সিদ্ধান্তে আসেন ‘এপিরাস’ এর সাথে ই ডি এম এর উপর এই নিরীক্ষাধর্মী কাজটি করার।
প্রসঙ্গত, সাব্বির নাসির একজন ব্লুজ এবং রক ঘরানার সংগীতশিল্পী।
আজ গানটি প্রকাশ হবে গানচিল থেকে।
এসএ/