ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গবিতে ছবি প্রদর্শনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে  ফটো কনটেস্টের আয়োজন করেছে গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়। এসময় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. মো. দেলোয়ার হোসেন।

ফটো কনটেস্টে ডিএসএলআর ও মোবাইল দুই ক্যাটাগরিতে ৩০টি ছবি প্রদর্শিত হয়। এতে ১৫টি ছবিকে উইনার ও বাকি ১৫টি ছবিকে রানার্স আপ ঘোষণা করে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে সম্মাননা সনদ ও পদক তুলে দেন উপ-উপাচার্য ডা. মো. দেলোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) ও ছবি নির্ধারনী কমিটির প্রধান রফিকুর রহমান রেকু। 

এসময়ে আরো উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি ( ভিপি) মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রলিফ, কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু, ক্রীড়া সম্পাদক মাহতাবুর রহমান সবুজসহ আরও অনেকে।    

ফটো কনটেস্টে প্রথম উইনার ছবি হিসেবে স্বীকৃতি লাভ করে ইংরেজী বিভাগের মাস্টার্স ১ম সেমিষ্টারের শিক্ষার্থী হ্ল-মং-উ-মারমার “দুষ্টু পাখি”। নিজের এমন অর্জনে মং বলেন , “আমি নিজেও ভাবিনি আমার ছবি প্রথম স্থান অধিকার করবে। প্রথম হয়ে বেশ ভালো লাগছে। তবে ফটোগ্রাফিকে কখনো শুধু শখ হিসেব নেইনি,সবসময় ভালবাসা হিসেবেই নিয়েছি। ফটোগ্রাফি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই।”  

পুরষ্কার প্রদান কালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. দেলোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) বলেন, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ছবি প্রদর্শনীর আয়োজন করেছে, এতে আমি খুবই আনন্দিত। সবাই এত ভাল ভাল ছবি তুলেছে আমি দেখে সত্যিই হতবাক হয়েছি। কিছু ছবি ছিল খুবই ভাল। আমি সবার সাফল্য কামনা করছি।

ছবি প্রদর্শনী শেষে ফটোগ্রাফি সোসাইটির সভাপতি তাসেন তন্ময় নাথ বলেন , “কোনো একটি সংগঠনে কাজ করার মাধ্যমে সুন্দর মননশীলতার সৃষ্টি হয়। নাচ,গান, ছবি বা অন্যান্য কাজের মাধ্যেম বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি তৈরী করা সম্ভব হয়। ফটোগ্রাফি সোসাইটি সবাই সাথে নিয়ে ভাল কাজের মাধ্যমে এগিয়ে যাবে সেই কামনা করছি।”

গোধূলীলগ্নে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী ছবি প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হয়।

কেআই/এসি