জয়পুরহাটে পিস্তল-গুলিসহ গ্রেফতার ১
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১০:০৮ এএম, ৪ মার্চ ২০২০ বুধবার | আপডেট: ১০:১৩ এএম, ৪ মার্চ ২০২০ বুধবার
জয়পুরহাটে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ধারাল অস্ত্র ও মাদকদ্রব্য সেবনের উপকরণসহ জাকারিয়া হোসেন ওরফে রকি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। সে জয়পুরহাটের শীর্ষ সন্ত্রাসী বলে র্যাব জানিয়েছে।
মঙ্গলবার রাত আটটার দিকে জয়পুরহাট সদর উপজেলার পূরানপৈল এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ মঙ্গলবার রাত সাড়ে দশটায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জয়পুরহাটের শীর্ষ সন্ত্রাসী জাকারিয়া হোসেন ওরফে রকিকে পিস্তল, গুলি, ধারাল অস্ত্র ও মাদকের উপকরণসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ১০টি মামলা রয়েছে।
একে//