ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

ছাত্রলীগ কর্মীকে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫১ পিএম, ৪ মার্চ ২০২০ বুধবার

নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাহপুরে গত রোববার রাতে ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে মানববন্ধন-সমাবেশ হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা কমিটির সভাপতি সাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, রাকিবুল হত্যার প্রতিবাদ জানান এবং জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে তারা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার জন্য সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

প্রসঙ্গত, গত রোববার রাত ৮টায় বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহ্পুরে একটি চায়ের দোকানে শিবিরকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করে ছাত্রলীগ। এ সময় শিবিরের অস্ত্রধারী ক্যাডাররা গুলি করে কুপিয়ে আহত করে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে। তাদের হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম পরের দিন সোমবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান।

একে//