ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

চবির রাজনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ৪ মার্চ ২০২০ বুধবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে উৎযাপন করতে যাচ্ছে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী। প্রথমদিন (৫ মার্চ) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হল মাঠে এবং দ্বিতীয়দিন (৬ মার্চ) চট্টগ্রামের বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সে। প্রায় ৩ হাজার সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এ তথ্য জানান সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।

প্রথমদিন থাকছে- 
সকাল ৯টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে সকালের নাস্তা ও উপহার সামগ্রী গ্রহণ; ১০ টায় অনুষদের সামনে থেকে র‌্যালী; সাড়ে ১০টায় আবদুর রব হল মাঠে বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার; ১১টা থেকে অতিথিদের বরণ ও বক্তব্য, সাড়ে ১২টায় অতিথিদের সংবর্ধনা ও সভাপতির বক্তব্যের মাধ্যমের প্রথম পর্বের অন্ষ্ঠুানের সমাপ্তি, বিকালে থাকবে স্মৃতিচারণ, ফটোসেশন, বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকালের নাস্তা, অতিথি শিল্পী হিসেবে থাকবেন ক্লোজআপ তারকা সাব্বির জামান ও ব্যান্ড শিল্পী চিরকুট।
দ্বিতীয়দিন থাকছেঃ
আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার চট্টগ্রামের বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সে থাকবে সকালের নাস্তা, স্মৃতিচারণ ও ফটোসেশন, জুমার নামাজের পর থাকবে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আমন্ত্রিত শিল্পী হিসেবে থাকবেন মৌমিতা বড়ুয়া,সন্দীপন দাশ ও ব্যান্ড শিল্পী নাটাই।  

প্রথমদিন বাস ও ট্রেনের সময়সূচী:
বাস ১নং রুট সকাল ৮টায় বটতলী স্টেশন থেকে টাইগারপাস, জিইসি, ২নং গেইট, অক্সিজেন হয়ে ক্যাম্পাসে পৌঁছবে, বাস ২নং রুট শপিং কমপ্লেক্স থেকে মুরাদপুর, অক্সিজেন হয়ে ক্যাম্পাসে পৌঁছবে এবং সকাল ৮টা ৪০মিনিটে বটতলী স্টেশন এবং ৮টা ৫০মিনিটে ষোলশহর হয়ে শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানস্থল হতে বাস স্ব স্ব রুটে এবং একই সময়ে শাটল ট্রেন ক্যাম্পাস হতে বটতলী স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। 

সংবাদ সম্মেলনে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগম, যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. বখতেয়ার উদ্দীন এবং বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ একটি পুরনো সমদ্ধ বিভাগ। যা যাত্রা শুরু করে ১৯৬৮ সালে। এখানে রয়েছে সমৃদ্ধ জ্ঞানভান্ডার, মানসম্পন্ন শিক্ষক, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী, যাঁদের অনেকেই দেশে-বিদেশে নিজ নিজ পেশায় বিশেষ অবদান রেখে যাচ্ছেন। ১৯৬৯-৭০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়। এই বিভাগ থেকে বিএসএস, এমএসএস, এমফিল ও পিএইডি ডিগ্রি প্রদান করা হয়। বর্তমানে পিএইচডি প্রোগ্রামে ২ জন, এমফিল প্রোগ্রামে ২০ জন, এমএসএস প্রোগ্রামে ৯৮ জন, এবং বিএসএস (সম্মান) প্রোগ্রামে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। 

কেআই/আরকে