প্রধান নির্বাচন কমিশনার আগের সিইসির চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছেন
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
আওয়ামী চেতনার ক্ষেত্রে নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আগের সিইসির চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ’কথা বলেন তিনি। অপরদিকে, নির্বাচনকালীন সহায়ক সরকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এমন নুরুল হুদা আওয়ামী দলীয় চেতনায় কাজী রকিবউদ্দীনের চেয়ে আরও কয়েক ধাপ এগিয়ে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার প্রতি দেশের মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়নি বলে দাবি তার।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে রিজভী এসব কথা বলেন। তার মতে, নতুন সিইসির অধীনে নির্বাচন হলে সেটি হবে ভোটারবিহীন একতরফা নির্বাচন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ক্ষমতা ছেড়ে দিয়ে একটি অন্তবর্তী নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বোঝা যাবে কোন দল রাজনৈতিক প্রাঙ্গণে অপ্রাসঙ্গিক হয়েছে।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আগামী সংসদ নির্বাচনকালীন সহায়ক সরকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান।