ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

সিরাজগঞ্জে প্রাচীন আমলের ৩২টি রৌপ্য মুদ্রা উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে রানী ভিক্টোরিয়ার ছবি সংবলিত ১৮০০ খ্রিস্টাব্দের বিভিন্ন সময়ের ৩২টি প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপরে সংবাদ সম্মেলনে এ কথা জানান সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম। এর আগে বুধবার রাত সাড়ে নয়টার দিকে মুদ্রাগুলো উদ্ধার করে উল্লাপাড়া থানা পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, উল্লাপাড়া উপজেলার নিশিপাড়া গ্রামে বাবুল মৃথার বাড়ি নির্মাণের সময় ৪ জন নির্মাণ শ্রমিক এই ৩২টি মুদ্রা পায়। বিষয়টি তারা বাড়ির মালিকে না জানিয়ে ৪ জন মিলে ভাগ করে নেন। পড়ে বিষয়টি পুলিশ জানতে পেয়ে ওই ৪ জন শ্রমিকের কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করে।

তিনি আরো জানান, দুই ধরনের ক্যাটাগড়ির মোট ৩২ মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩টি মুদ্রার গায়ের একপাশে ইস্ট ইন্ডিয় কোম্পানি ওয়ার রুপি, ২৯টি মুদ্রার গায়ে রানী ভিক্টোরিয়ার ছবি সংবলিত ও ভিক্টোরিয়া কুইন ও ভিক্টোরিয়া ইমম্প্রেস লেখা আছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মুদ্রাগুলোর প্রত্নতাত্ত্বিক মূল্য থাকার কারণে এগুলো প্রত্নতত্ত্ব বিভাগে পাঠানো হবে।

একে//