ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১০ ১৪৩১

সাত সকালে সড়কে ঝরল ১৮ প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার | আপডেট: ১১:৪৪ এএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিদগ্ধ হওয়া মাইক্রোবাস

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিদগ্ধ হওয়া মাইক্রোবাস

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ময়মনসিংহ ও ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ও শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। 

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। হবিগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে ৮ জন নিহত হয়েছেন। ময়মনসিংহের ভালুকা উপজেলায় মেহেরাবাড়ী এলাকায় মাছের দুই পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং ফেনীর সোনাগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার দিবাগত (৫ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার ভাটি কালীসীমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)। আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহত সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন।

তিনি আরও জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোটি সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় বাসটি খাদে পড়ে গেলেও বাসের কোনো যাত্রী তেমন আহত হননি। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

হবিগঞ্জে গাছে ধাক্কা লেগে মাইক্রোর ৮ যাত্রী নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে গাছে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তানভিরগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি।

জানা গেছে, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।


হবিগঞ্জের নবীগঞ্জে গাছে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত

ময়মনসিংহে মাছের দুই পিকআপ সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মেহেরাবাড়ী এলাকায় মাছের দুই পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মাছের একটি পিকআপ ভালুকা মেহেরাবাড়ী এলাকায় লাবিব ফ্যাশনের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি মাছ ভর্তি পিকআপ পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এ দুর্ঘটনায় আরও তিনজনকে আহত অবস্থায় নিয়ে আসলে কর্মকর্তা চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ফেনী দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত

ফেনীর সোনাগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নির্মাণাধীন ব্রীজের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মতিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-আজিজুল হক সাহেদ ও মোহাম্মদ বাবলু মিঞা। দুজনই চট্রগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বাসিন্দা।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার পরিদর্শক মাইন উদ্দিন। 

তিনি জানান, রাতে মোটরসাইকেল যোগে দুই আরোহী যুবক দ্রুত গতিতে ফেনীর সোনাগাজী থেকে চট্রগ্রাম জেলার মিরসরাই যাচ্ছিল। এ সময় তারা মতিগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নির্মাণাধীন ব্রীজের সাথে  ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হয়। একপর্যায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক সাহেদকে মৃত ঘোষনা করেন। অপরজন মোহাম্মদ বাবলু মিঞাকে আশংকাজনক অবস্থায় চট্রগ্রাম মেডিকেলে প্রেরণ করলে সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এমবি//