ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে এবার নতুন করে নির্বাহী আদেশ জারির কথা ভাবছেন ট্রাম্প

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১২:৩৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার

সাত মুসলিম অধ্যুষিত দেশের নাগরিক ও শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে এবার নতুন করে নির্বাহী আদেশ জারির কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ওয়াশিংটন থেকে ফ্লোরিডা যাওয়ার সময় বিমানে সাংবাদিকদের এ’কথা বলেন তিনি। নতুন নির্বাহী আদেশে কি কি থাকবে তা এখনও নিশ্চিত করেননি তিনি। তবে, আগের আদেশের সঙ্গে খুব একটা পরিবর্তন আসবে না বলে জানান ট্রাম্প। নিষেধাজ্ঞা পুনর্বহাল নিয়ে সর্বোচ্চ আদালতে আইনি লড়াইয়ে জয়ী হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে, হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক বন্ধন শক্তিশালী করার ওপর জোর দেন ট্রাম্প। এছাড়া, আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।