কখনও এমপির পাওয়ার দেখাননি মাশরাফি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:১১ পিএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার
মাশরাফি বিন মুর্তজা
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল এবং জনপ্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বে বদলে গেছে দেশের ক্রিকেট। স্বাভাবিকভাবেই নড়াইল এক্সপ্রেসের সম্মান অনেক উঁচুতে। এতটা সম্মান পাননি দেশের আর কোনও ক্রিকেটারই।
যদিও ক্রিকেট ক্যারিয়ার সমাপ্তির আগেই মাশরাফি নেমে পড়েছেন রাজনীতির মাঠে। হয়েছেন সংসদ সদস্যও (এমপি)। কিন্তু এসব সম্মানের জায়গাগুলো কখনওই স্পর্শ করেনি মাশরাফিকে। ক্ষমতার চেয়ারে বসে কখনও বাড়তি সুযোগ তিনি নেননি। দেখাননি কোনও পাওয়ার।
নেতৃত্ব ছাড়ার দিনে সিলেটে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘অধিনায়কত্ব যখন শুরু করেছি বা পরে, কখনও এসব অনুভব করিনি। আমার আরেকটা পরিচয় এমপি; এটিও কখনও সেভাবে অনুভব করিনি। লাল পাসপোর্ট, বাড়ি-গাড়ি নেইনি। আসলে এসব থেকে সবসময়ই দূরে থাকতেই পছন্দ করেছি। দূরে থাকাটাই ভালো মনে করেছি।’
মাশরাফির কাছে দায়িত্ব মানে প্রভাব খাটানো নয়। তার মতে, ক্ষমতা পাওয়া মানে নিজের সবটুকু ঢেলে দিয়ে মানুষের সেবা করা। তিনি বলেন, ‘আমি যখন এই চেয়ারটা (দায়িত্ব বোঝাতে) পেয়েছি, সম্ভাব্য সবকিছুই ছিল এই চেয়ারটা পাওয়ার মতো। ভালো যা কিছু করতে থাকব, এটা কাছে আসতে থাকবে। যখনই আমি এই চেয়ারটা পেলাম, তখনই ওখানে শেষ লেখা হয়েছে। এই চেয়ার পাওয়ার আকাঙ্ক্ষা আর নেই।’
সদ্যই নেতৃত্ব ছাড়া মাশরাফি আরও বলেছেন, ‘এই চেয়ারটার সর্বোচ্চ প্রয়োগ করা উচিত। এটার প্রভাবটা আমি অন্যভাবে খাটাতে চাই না। আমি জিনিসটা এভাবে দেখি, যা আমি অর্জন করব বা অর্জন করতে যাচ্ছি। তা পাওয়ার পর ওটার মূল্য আর নাই। তখন সেটার মূল্যায়ন হবে আমি কিভাবে এটা প্রয়োগ করেছি।’
এনএস/