ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১০ ১৪৩১

বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৬ জনের লাশ হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার | আপডেট: ০৮:১৫ পিএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে  অগ্নিদগ্ধ হয়ে ৬ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর রাত ৩টায় উপজেলার চান্দুরা পেট্টোল পাম্পের কাছে (ভাটি কালিসীমা) এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দেউলি গ্রামের মাইক্রোবাস চালক সোহান-(২০), একই এলাকার সাগর-(২২), রিফাত-(১৬), ইমন- (১৯), হারুন মিয়া-(৪০) ও শাকিল-(২৫)। 

আহতরা হলেন,আবির-(৩৫), জিসান-(২৫), শাহীন-(৩০) ও বিজয়-(২২)। নিহত ও আহতরা সবাই নারায়নগঞ্জ জেলার বাসিন্দা এবং মাইক্রোবাসের যাত্রী। 

হাইওয়ে থানার পুলিশ জানায়, নারায়নগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে যাত্রীবাহি একটি মাইক্রোবাস সিলেট মাজারে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছলে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মাইক্রোবাসে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে আরো ১জন নিহত হন। সংঘর্ষে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। অপরদিকে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পরে যায়। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। 

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

উদ্ধারকাজে অংশ নেয়া খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার জানান, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে একটি মাইক্রোবাস সিলেটে মাজার জিয়ারত করতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায় ও বাসটি মহাসড়কের খাদে পড়ে যায়।

এঘটনায় মাইক্রোবাসে থাকা ১০ আরোহীর মধ্যে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন মারা যান। আহত হন মাইক্রোবাসের চার আরোহী। এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেআই/আরকে