ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ১৯ ১৪৩১

তথ্য ফাঁস করায় প্রধান কর্মকর্তাকে সরিয়ে দিলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪১ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার

হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা মিক মুলভেনি। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা মিক মুলভেনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ (প্রধান কর্মকর্তা) মিক মুলভেনিকে পদ থেকে অব্যাহতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় এ তথ্য প্রকাশ করেন। খবর বিবিসির।

মিক মুলভেনির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোনে চাপ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । গত বছরের অক্টোবরে হোয়াই হাউজে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে মুলভেনি বলেন, আমরা সবসময় এগুলো করি। 

পরে অবশ্য মুলভেনি এক লিখিত বক্তব্যে তার কথার আলাদা ব্যখ্যা দেন। কিন্তু তার ওই সরল স্বীকারোক্তিই পদ হারানোর জন্য যথেষ্ট ছিল। এছাড়া, ট্রাম্পের অভিশংসনের বিচার চলার সময়ও বিতর্কিত ছিলেন মার্কিন এই প্রধান কর্মকর্তা । 

তবে টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প জানিয়েছেন, মিক মুলভেনি অসাধারণভাবে তার দায়িত্ব পালন করেছেন। 

মিক মুলভেনির পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নর্থ ক্যারোলিনা রাজ্যের আইন প্রণেতা মার্ক মিডৌস। আর মিক মুলভেনি নর্দার্ন আয়ারল্যান্ডের মার্কিন বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এএইচ/