ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

রাসেল ঝড়েই উড়ে গেল লঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার

ফের ব্যাটে ঝড় তোলেন আন্দ্রে রাসেল

ফের ব্যাটে ঝড় তোলেন আন্দ্রে রাসেল

আবারও সেই রাসেল ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব, যে ঝড়ের তোড়ে উড়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। শুক্রবার রাতে পাল্লেকেলেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৭ উইকেটের ব্যবধানে। এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচেও ২৫ রানে জয় পায় উইন্ডিজ। যাতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো সফরকারীরা।

এদিন টস জিতে ফিল্ডিং নেন উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। আগে ব্যাট করা শ্রীলঙ্কা পাওয়ার প্লের ৬ ওভারে আভিস্কা ফার্নান্দোর উইকেট হারিয়ে তোলে ৪৪ রান। এর সাথে মাত্র চার রান যোগ করতেই লঙ্কান শিবির খুইয়ে বসে আরও দুটি উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কানরা শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে তোলে ১৫৫ রান।

দাসুন শানাকার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩১ রান। ২২ বলে ২৩ রান করে রান আউট হয়ে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষদিকে থিসারা পেরেরার ১৩ বলে ২১ রানে ক্যামিও ইনিংসে ১৫৫ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।

উইন্ডিজের সবচেয়ে সফল বোলার ছিলেন ফ্যাবিয়ান অ্যালেন। ৪ ওভারে ২৪ রান খরচায় তিনি নেন ২ উইকেট।

তবে এর পরের গল্পটা শুধুই আন্দ্রে রাসেলের। জ্যামাইকান এই অলরাউন্ডারের ব্যাটিং তাণ্ডবে উড়ে যায় শ্রীলঙ্কা। মাত্র ১৪ বলে কোনও চার ছাড়াই ৬টি বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে করেন অপরাজিত ৪০ রান। এর আগে ওপেনার ব্র্যান্ডন কিং করেন ২১ বলে ৪৩ রান। ওয়ান ডাউনে নামা শিমরন হেটমায়ারের ব্যাট থেকেও আসে ৪৩ রান।

শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ১৫৬ রানের লক্ষ্য কাইরন পোলার্ডের উইন্ডিজ টপকে যায় ১৮ বল ও ৭ উইকেট হাতে রেখেই। ম্যাচ সেরা ও সিরিজ সেরা দুটো পুরষ্কারই নিজের করে নেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

এনএস/