ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বাগেরহাটে আঁধার ভাঙ্গার স্বপ্নে নারীদের শপথ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার

আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে “আমরাই পারি নারীর বিরুদ্ধে সকল নির্যাতন বন্ধ করতে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসূচি পালন করেছে নারী উন্নয়ন ফোরাম। 

দিবসটি উপলক্ষে শনিবার রাতে বাগেরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে নারী সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্জলন ও আধার ভাঙ্গার শপথ করেছে নারীরা।

বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, আওয়ামী লীগ নেতা জলিল সরদার, আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু, হিন্দু-বুদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. মিলন কুমার ব্যানার্জী, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতা ও নারী সমাবেশের শেষে উপস্থিত সকলকে আধার ভাঙ্গার শপথ পাঠ করান জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। পরে নারী ফোরামের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেআই/আরকে