করোনা সন্দেহে ইসরাইলের ১,২০০ সেনা কোয়ারান্টাইনে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৭ এএম, ৮ মার্চ ২০২০ রবিবার | আপডেট: ০৮:৩৮ এএম, ৮ মার্চ ২০২০ রবিবার
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে ইসরাইলের ১ হাজার ২৬২ জন সেনাকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এসব সেনাকে চাকরির ডিউটিতে যাওয়ার পরিবর্তে বাড়িতে থাকতে বলা হয়েছে। সারা বিশ্বে যখন করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে তখন ইসরাইলি সেনাবাহিনীর এসব সেনার ব্যাপারে এমন ব্যবস্থা নেয়া হলো। খবর পার্সটুডে’র।
ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, যেসব সেনাকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদেরকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এসব সেনার বেশিরভাগই ছুটিতে অধিকৃত ভূখণ্ডের বাইরে ছিল। এর আগে ইসরাইলের ১৮৯ সেনাকে ১৪ দিনের জন্য বাধ্যতামূলকভাবে কোয়ারান্টাইনে রাখা হয়েছিল।
এ পর্যন্ত ইসরাইলের ২১ সেনাকে করোনা ভাইরাসের পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের নাগরিকদের ইসরাইলে প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইলের সরকার।
একে//