ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পরাজয়ের বৃত্ত ভাঙলো লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯ এএম, ৮ মার্চ ২০২০ রবিবার

ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়া লিভারপুল ঘুরে দাঁড়াল দারুণভাবে। বোর্নমাউথকে হারিয়ে টানা দুই ম্যাচের পরাজয়ের বৃত্ত ভাঙলো অলরেডরা।

শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। এখন লিভারপুলের লিগ চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা।

টানা ৩০ বছরের প্রিমিয়ার লিগ শিরোপা খরা কাটাতে চলতি মৌসুমে অদম্য গতিতে ছুটে চলছিল লিভারপুল। কিন্তু লিগের ২৮তম ম্যাচে এসে পুঁচকে ওয়াটফোর্ডের মাঠে ৩-০ ব্যবধানে অবিশ্বাস্যভাবে হেরে বসে লিভারপুল।

প্রিমিয়ার লিগে টানা ৪৪ ম্যাচ ও ৪২২ দিন পর হার বরণ করার দুঃস্বপ্ন তরতাজা থাকতেই স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে এফএ কাপের পঞ্চম রাউন্ড থেকে বিদায় নেয় লিভারপুল।

অ্যানফিল্ডে আবারও অঘটনের জন্ম দিতে বসেছিল ক্লপের দল। ম্যাচের ৯ম মিনিটে মার্কিন ফরোয়ার্ড কালাম উইলসনের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল।

তবে পিছিয়ে পড়ার পর আট মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে এগিয়ে নেন মোহামেদ সালাহ ও সাদিও মানে।

এই জয়ে শিরোপা দৌড়ে ২৫ পয়েন্টে এগিয়ে গেল ‘অল রেডস’ নামে পরিচিত দলটি। আর তিন ম্যাচ জিতলে কোনও হিসাব ছাড়াই প্রিমিয়ার লিগ যুগে নিজেদের প্রথম শিরোপা জিতবে তারা।

২৯ ম্যাচে ২৭ জয় ও এক ড্রয়ে ৮২ পয়েন্ট লিভারপুলের। দুই ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৭। ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লেস্টার সিটি। সমান ম্যাচে ৫ পয়েন্ট পিছিয়ে চারে চেলসি। পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪২।

একে//