পাকিস্তানে ব্যাপক বৃষ্টি, ২০ জনের প্রাণহানি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০২ পিএম, ৮ মার্চ ২০২০ রবিবার
প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পাকিস্তান। দেশটিতে ব্যাপক বৃষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে। এছাড়া আহত কমপক্ষে ১২ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টির জেরে বেকায়দায় পড়েছে ইমরান খানের দেশ। ব্যাপক বৃষ্টি হয়েছে পাক-আফগান সীমান্তের নিকটবর্তী এলাকায়। তৈমুর আলি নামে এক কর্মকর্তা জানাচ্ছেন, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া এলাকায় ব্যাপক বৃষ্টিতে ১৪ জন শিশু ও ৩ নারী মারা গেছে।
পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর ওই মৃত্যুগুলো নিশ্চিত করার পাশাপাশি জানিয়েছে, বালুচিস্তানের দক্ষিণ পশ্চিমাংশেও আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে দুঃখজনকভাবে মৃত্যু ঘটেছে ৫ জন শিশুর। বাড়ির ছাদ ভেঙে ওই শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃষ্টির জেরে ভেঙে পড়েছে ৫১ টি বাড়ি। এছাড়া তুষারপাতের জেরে পাক অধিকৃত কাশ্মীরে একাধিক রাস্তা বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এরই পাশাপাশি, পাকিস্তানের আবহাওয়ার অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করছে সেখানকার আবহাওয়াবিদরা।
উল্লেখ্য, ভয়াবহ তুষারধস,তুমুল বৃষ্টি ও প্রচণ্ড ঠাণ্ডার মতো প্রাকৃতিক দুর্যোগে এই গত জানুয়ারিতেই আফগানিস্তান ও পাকিস্তানে মৃত্যু হয় ১৩০ জনের। এবারও প্রাকৃতিক বিপর্যয়ে সেই একই সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তানবাসী।
একে//