ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৮ মার্চ ২০২০ রবিবার

র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনে বাগেরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

আজ রোববার শহরের স্বাধীনতা উদ্যান থেকে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিতে সরকারি-বেসরকারি, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। 

পরে বাগেরহাট এসিলাহা মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হাসনা হেনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রসাশক মো. কামরুল ইসলাম। 

এছাড়া বক্তব্য রাখেন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খানম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, সনাকের সভাপতি অধ্যাপক চৌধুরী আব্দুর রউফসহ আরও অনেকে।
 
বক্তারা বলেন, ‘আজকের এই দিন থেকে বন্ধ হোক সকল প্রকার সহিংসতা, নারী ও শিশু নির্যাতন।’

এআই/এসি