করোনার প্রভাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ স্থগিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১৪ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার | আপডেট: ০৫:২৪ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে খেলাধুলা থেকে শুরু করে সবকিছুতেই নিয়ন্ত্রণ নিয়ে আসা হচ্ছে। এ কারণে বাংলাদেশ-আফগানিস্তানের বিশ্বকাপ বাছাই ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।
এরআগে গতকাল ২০২২ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ স্থগিত করেছে প্রতিবেশী দেশ ভারত। একদিন পর আজ সোমবার স্থগিতের ঘোষণা দিল বাংলাদেশও।
আগামী ২৬ মার্চ বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা আফগানিস্তানের। ফিফা-এএফসির নির্দেশনা আসার পর আজ সোমবার আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এদিকে শুধু বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ-ই নয়, স্থগিত করা হয়েছে আগামী মার্চ থেকে জুন পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠেয় সব ম্যাচই। এই সময়ের মধ্যে তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। ৩১ মার্চ কাতারে হওয়ার কথা অ্যাওয়ে ম্যাচ। বাতিল হতে পারে সেটিও।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘বিশ্বব্যাপি করোনা ভাইরাসের প্রভাবে এএফসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা ম্যাচগুলো জুন পর্যন্ত ম্যাচ স্থগিত করতে বলেছে। পরবর্তীতে কখন ম্যাচগুলো হবে সেটি জানিয়ে দেবে এএফসি।’
এসি