ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সৌদি সিংহাসন টালমাটাল, মুখোমুখি বাপ-বেটা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার

সৌদি সিংহাসন টালমাটাল, মুখোমুখি বাপ-বেটা!

সৌদি সিংহাসন টালমাটাল, মুখোমুখি বাপ-বেটা!

চলতি বছরের নভেম্বরে রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী জি-২০ শীর্ষ সম্মেলন। তবে তার আগেই নিজেকে সৌদির নতুন বাদশাহ হিসেবে অভিষিক্ত করতে চান যুবরাজ মোহাম্মাদ বিন সালমান (এমবিএস)। এ লক্ষ্যে পিতা সালমান বিন আব্দুল আজিজকেও ক্ষমতাচ্যুত করতে পারেন যুবরাজ। 

কারণ হিসেবে ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট অনলাইন (এমইও) উল্লেখ করেছে, ওই সম্মেলনেই বিন সালমান নিজেকে রাজা হিসেবে ঘোষণা দিতে চান। সোমবার (৯ মার্চ) এমনই তথ্য সংবলিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে এমইও।

এমইওর ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যেই এগোচ্ছেন প্রিন্স বিন সালমান। আর এ পথের বাঁধাগুলোকে সরাচ্ছেন এক এক করেই। অর্থাৎ বাদশাহ হওয়ার দাবি রাখেন এমন সিনিয়র প্রিন্সদেরকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক করার নির্দেশ দিয়েছেন তিনি। তারই অংশ হিসেবে গত কয়েক দিনে রাজপরিবারের অন্তত ২০ জনকে আটকও করা হয়েছে।

ব্রিটিশ এ গণমাধ্যমটি বলছে, পরবর্তী বাদশাহ হওয়ার জন্য এমবিএস তার পিতা সালমান বিন আব্দুল আজিজের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছেন না। তার ইচ্ছা- জি-২০ শীর্ষ সম্মেলনের আগেই তিনি সিংহাসনে অধিষ্ঠিত হবেন এবং সম্মেলনে নিজেকে বাদশাহ হিসেবে ঘোষণা দিবেন।

অনলাইনটি আরও বলছে, ইতোমধ্যে আটক যুবরাজদের মধ্যে নায়েফ বিন আহমেদ আব্দুল আজিজকে। যিনি সবার আগে মোহাম্মাদ বিন সালমানকে রাজা হিসেবে সমর্থন জানাতে অস্বীকার করেছিলেন। মূলত এ কারণেই আটক করা হয়েছে তাকেসহ অন্যদের।

দেশটির একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতাধর এ সৌদি যুবরাজ আশঙ্কা করছেন যে, আমেরিকার আগামী নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আবারও নির্বাচিত হতে ব্যর্থ হবেন। যদি ট্রাম্প ক্ষমতায় না থাকেন তাহলে বিপদে পড়ে যাবেন তিনি। কারণ আন্তর্জাতিক অঙ্গনে তার প্রধান পৃষ্ঠপোষক যে একমাত্র ট্রাম্পই। তাইতো ক্ষমতায় বসতে এতোটা তাড়াহুড়া করছেন এমবিএস। 

এনএস/