ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৪:৩১ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার

আয়ারল্যান্ড-বাংলাদেশ

আয়ারল্যান্ড-বাংলাদেশ

আইসিসির এফটিপি সূচি অনুযায়ী, আগামী মে মাসে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। বেলফাস্টে অনুষ্ঠিত হওয়ার কথা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর আইরিশদের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডে হবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

আজ এই দুই সিরিজেরই সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড (আইসিবি)। সূচি অনুযায়ী, ইংল্যান্ডের চারটি ভেন্যু দ্য ওভাল, চেমসফোর্ড, ব্রিস্টল ও এজবাস্টনে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। 

এর আগে ১১ মে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১৪ মে থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরে আগামী ২২ মে লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি

১৪ মে, প্রথম ওয়ানডে, বেলফাস্ট
১৬ মে, দ্বিতীয় ওয়ানডে, বেলফাস্ট
১৯ মে, তৃতীয় ও শেষ ওয়ানডে, বেলফাস্ট

বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি

২২ মে, প্রথম টি-টোয়েন্টি, দ্য ওভাল

২৪ মে- দ্বিতীয় টি-টোয়েন্টি, চেমসফোর্ড

২৭ মে- তৃতীয় টি-টোয়েন্টি, ব্রিস্টল

২৯ মে- চতুর্থ টি-টোয়েন্টি, এজবাস্টন

এর আগে, উভয় দল সর্বশেষ ওয়ানডে খেলেছে ২০১৯ সালের মে মাসে। সবমিলিয়ে খেলা ১০টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জয় ৭টিতে, আর আইরিশদের জয় ২টিতে। বাকী ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে উভয় দল শেষবার মুখোমুখি হয় ২০১৬ সালের মার্চে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ ম্যাচ মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের জয় ৩ ম্যাচে, আইরিশদের জয় একটিতে। অন্য ম্যাচটি নো রেজাল্ট।

এনএস/