ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ডর্টমুন্ডকে বিদায় করে শেষ আটে পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭ এএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১০:০৭ এএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনা ভাইরাসের কারণে দর্শকশূন্য ম্যাচে ঘরের মাঠে বেশ কোণঠাসাই ছিল পিএসজি। কারণ বুরুশিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে প্রথম লেগের ম্যাচে হেরে ফিরেছে তারা। কিন্তু ফিরতি লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল পিএসজি।

বুধবার রাতে ২-০ গোলে জিতেছে পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় সেরা আটে উঠেছে টমাস টুখেলের দল। প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে ২-১ গোলে হেরেছিল পিএসজি।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের ২৮ মিনিটেই আনহেল দি মারিয়ার নেওয়া কর্নার কিক থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন নেইমার। প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে হারের ঘাটতি পুষিয়ে সমতায় ফেরার সঙ্গে অ্যাওয়ে গোলের সুবাদে কার্যত এগিয়ে যায় পিএসজি।

ম্যাচের ৪১তম মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ ছিল স্বাগতিকদের। থরগান হ্যাজার্ডের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। দি মারিয়া বাড়ানো বল পেয়ে কোণাকোণি শট নিয়েছিলেন পাবলো সারাবিয়া। শেষমুহূর্তে হুয়ান বেরনাতের আলতো টোকায় দিক বদলে দিলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা।

বিরতির পর আর ব্যবধান বাড়েনি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। আর তাতেই মিলে যায় কোয়ার্টার ফাইনালের টিকেট।

একে//