ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

ত্রয়োদশ বিসিএস প্রশাসন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

সভাপতি মুস্তাকীম, সম্পাদক আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩০ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

বিসিএস প্রশাসন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রয়োদশ ২০২০-২১ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী এবং সাধারণ সম্পাদক হিসেবে সেতু বিভাগের যুগ্মসচিব এসএম আলম নির্বাচিত হয়েছেন।

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢালিস আম্বার নিবাস রিসোর্টে গত ২৯ ফেব্রুয়ারি অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও পিকনিক হয়। সেখানে শতাধিক সদস্যের উপস্থিতিতে ২৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি করা হয়।

গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সহসভাপতি হয়েছেন জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহউদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. আজিজুর রহমান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইসরাত চৌধুরী, অর্থ সম্পাদক পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মুসা, প্রকাশনা সম্পাদক বেজার যুগ্মসচিব মো. নবীরুল ইসলাম, গবেষণা সম্পাদক বেজার যুগ্মসচিব ড. গাজী সাইফুজ্জামান, সেবা ও কল্যাণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহানারা খাতুন, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব হামিদুর রহমান খান, দপ্তর সম্পাদক জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য সম্পাদক বিআইসিসির যুগ্মসচিব মো. আমিনুল আহসান, সাংস্কৃতিক সম্পাদক জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব জিএসএম জাফরুল্লা।

নির্বাহী সদস্যরা হলেন- অর্থ বিভাগের যুগ্মসচিব মো. গোলাম মোস্তফা, বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব মো. নুরুল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ কে এম টিপু সুলতান, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব খায়রুল আলম শেখ, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবদুস সাত্তার শেখ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব ডা. মোখলেসুর রহমান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোরশেদা ইয়াসমিন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহানাজ সামাদ, খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব রনজিত কুমার।