ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

করোনা সচেতনতায় রংপুরে ১০ লাখ মাস্ক দিচ্ছে পুলিশ

রংপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:০২ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

প্রাণঘাতি করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা ও প্রতিরোধ সৃষ্টির লক্ষ্যে রংপুরে ১০ লাখ মাস্ক ও লিফলেট  বিতরণ শুরু করেছে রংপুর মেট্রোপলিটান পুলিশ (আরপিএমপি)। 

আজ বৃহস্পতিবার নগরীর মেডিকেল মোড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন আরপিএমপি কমিশনার আব্দুল আলীম মাহমুদ। 

এ সময় উপস্থিত ছিলেন, উপ-কমিশনার মহিবুল ইসলাম, মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোছাদ্দেক হোসেন বাবলুসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

আরপিএমপি কমিশনার বলেন, ‘দেশের নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সাবধানতা অলম্বন করা এবং চিকিৎসকদের দেয়া উপদেশ মেনে চলতে পারলেই এ ভাইরাস রোধ প্রতিরোধ করা সম্ভব।’ 

তিনি বলেন, ‘সবচেয়ে বড় কাজ হচ্ছে মানুষকে সচেতন করা। সে লক্ষ্যেই এক লাখ লিফলেট ও ১০ লাখ মাস্ক মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরীর সবশ্রেণির মানুষের মাঝে বিতরণ করা হবে। 

পরে রংপুর মেডিকেল মোড় এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন আরপিএমপি কমিশনার। 

এআই/