ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ইটিভির ‘চায়ের সকাল’-এ মেসবাহ আহমেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার

একুশে টেলিভিশনে (ইটিভি) প্রতিদিন সকালে প্রচার হচ্ছে গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘চায়ের সকাল’। ১৪ মার্চ, শনিবারের পর্বে গান গাইবেন গজলশিল্পী মেসবাহ আহমেদ।

সকাল সাড়ে সাতটায় প্রচারিতব্য অনুষ্ঠানে তিনি মোট আটটি গান শোনাবেন। ৪০ মিনিটের অনুষ্ঠানে গানের পাশাপাশি থাকবে আলাপচারিতাও। 

ইসরাফিল শাহীনের প্রযোজনায় ‘চায়ের সকাল’ উপস্থাপনা করবেন তাহমিনা আফরিন।

এ বিষয়ে মেসবাহ আহমেদ বলেন, ‘অনুষ্ঠানে নিজের মৌলিক গান ছাড়াও দেশসেরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী ও ভারতীয় স্বনামধন্য শিল্পীদের গান শোনাব।’

বর্তমান ব্যস্ততা সম্পর্কে এ গুণী শিল্পী বলেন, ‘ব্যস্ততা কিছু নেই। আছে সাংগীতিক আরাধনা। নতুন গানের কাজ করছি। সামনে ঈদে ‘টিএম রেকর্ডস’র ব্যনারে শ্রোতারা আমার নতুন গান পাবেন। ‘রঙধনু মেয়ে’ নামে আরও একটা গানের কাজ প্রায় শেষের দিকে। এটিও আশা করি ঈদে শ্রোতাদের উপহার দিতে পারব।

ঈদের পরে দেশের বাইরে একটা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম করতে যাবেন বলেও জানান তিনি। তবে এর পাশাপাশি স্টেজ শোতেও অংশ নিচ্ছেন তিনি।

উল্লেখ্য, মেহবাহ আহমেদ বাংলাদেশের জনপ্রিয় গজলশিল্পীদের একজন। উপমহাদেশের প্রখ্যাত গজল ব্যক্তিত্ব জগজিৎ সিং ও দেশসেরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর এই শিষ্য দুই দশকের বেশি সময় ধরে গজলের সুরে মুগ্ধ করছেন দেশ-বিদেশের শ্রোতাদের।
এসএ/