ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ইতালি থেকে আজ ফিরেছে ১৪২ জন, নেয়া হয়েছে হজক্যাম্পে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

আজ ইতালি থেকে দেশে ফিরেছেন শতাধিক ব্যক্তি। শনিবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে তারা ঢাকায় আসেন। যদিও শাহজালাল বিমানবন্দর থেকে তাদের সরাসরি নেওয়া হয়েছে আশকোনার হজ ক্যাম্পে।

সম্ভাব্য ভাইরাস সংক্রমণ ঠেকাতে এই ব্যক্তিদের সেখানে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে চীনের উহান থেকে আসা বাংলাদেশিদের হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কারও মধ্যে ভাইরাস সংক্রমণের লক্ষণ না পেয়ে ১৪ দিন পর তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।

এদিকে ইতালি থেকে আসা আরও অনেককে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে। এরই মধ্যে একসঙ্গে শতাধিক ব্যক্তিকে নিয়ে শনিবার এল এমিরেটসের ফ্লাইটটি।

রোম থেকে দুবাই হয়ে সকাল ৮টায় এই ব্যক্তিরা ঢাকায় আসেন বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাদ।

বিমানবন্দরে নামার পর পুলিশ পাহারায় বিআরটিসির কয়েকটি বাসে এই ব্যক্তিদের আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়।

উল্লেখ্য, ইতালিতে প্রতিনিয়ত মৃত্যুর মিছিলে নতুন রেকর্ড যুক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আরও ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ২৬৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। অথচ সেই মুহূর্তে দেশে ফিরলেন তারা।
এসএ/