ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

শিশু বয়স থেকে কিডনি রোগ প্রতিরোধে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ক্যাম্পস

প্রকাশিত : ০৮:০১ পিএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০১ পিএম, ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

kamsকিডনি রোগ প্রতিরোধে শিশু বয়স থেকে সচেতন ও  সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কিডনী অ্যাওয়ারনেস মনিটরিং ও প্রিভেনশন সোসাইটি, ক্যাম্পস। বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে বিভিন্ন স্কুলের স্কাউট শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন করে ক্যাম্পস। এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য শিশু বয়স থেকেই কিডনী রোগের প্রতিরোধ। কর্মশালায় কিডনী রোগ প্রতিরোধে খাদ্যাভাস পরিবর্তন, শারিরিক পরিশ্রম ও ধুমপানমুক্ত নিয়ন্ত্রিত জীবন যাপনের পরামর্শ দেয়া হয়। কিডনি রোগের চিকিৎসা ব্যায়বহুল হওয়ায় শুরুতেই প্রতিরোধের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।