ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিলেন সেভ দ্যা সুন্দরবনের ড. ফরিদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

বাগেরহাটের রামপালে একটি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সমাজসেবক শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহায়তায় শিক্ষার্থীদের স্কুল পোশাক বিতরণ করা হয়েছে।  

শনিবার (১৪ মার্চ) সকালে বড়দিয়া হাজী আরিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের ৭৭ শিক্ষার্থীর হাতে স্কুল পোশাক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। 

এছাড়া এসময় বিদ্যালয়ের ১২ জন কৃতি শিক্ষার্থীকেও সম্মাননা দেয়া হয়। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আজম আলী, সহ-সভাপতি বিশ্বজিৎ পাল, সাবেক সভাপতি শেখ মো: সাইফুজ্জামান, সদস্য সুবোধ কুমার পালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন দীর্ঘ প্রায় এক যুগ ধরে বাগেরহাটের মোংলা-রামপালের বিশাল জনগোষ্ঠীর মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, শিক্ষা,বাসস্থান ও চিকিৎসা সেবার মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। 

কেআই/আরকে