ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে পুলিশ হেফাজতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসানের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় তাঁকে আটক করে থানায় নেওয়ার পথে মারা যান।
 
নিহতের পরিবারের সদস্যদের দাবি, জাহিদ হাসানকে আটকের পর পুলিশ পিটিয়ে হত্যা করেছে। তবে, পুলিশের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদের মৃত্যু হয়েছে। নিহত জাহিদ হাসান দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় জয়রামপুর থেকে মাদকাসক্তির অভিযোগে হাবিবুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে। জাহিদ হাসানসহ স্থানীয় লোকজন সংগঠিত হয়ে হাবিবুরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা জাহিদ হাসানকে পিকআপে তুলে নেয়। 

জাহিদ হাসানের স্বজনদের অভিযোগ করেন, বিনা অভিযোগে পুলিশ জাহিদকে আটক ও পিটিয়ে হত্যা করেছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস বলেন,‘থানায় নেওয়ার সময় জাহিদ অসুস্থ হয়ে পড়েন।

তাঁকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিল আরসালান তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

কেআই/আরকে