রোটারীর প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩০ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার
করোনা ভাইরাসসহ প্রাণঘাতি অন্যান্য রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার জন্য রোটারি নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন। শনিবার অনুষ্ঠিত রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা ৩২৮১ এর পদস্থ কর্মকর্তাদের দু’দিন ব্যাপী “ডিস্ট্রিক্ট টীম ট্রেনিং ২০২০” সেমিনারে রোটারি নেতৃবৃন্দ এই আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গভর্নর (নির্বাচিত) মো. রুবাইয়াত হোসেন, গভর্নর (নমিনি) মুতাসিম বিল্লাহ ফারুকী, সাবেক গভর্ণর জয়নুল আবেদীন, জালাল উদ্দিন আহমেদ, শামসুল হুদা, গোলাম মুস্তাফা, জেলা সেক্রেটারী (২০২০-২১) নুরুল হুদা পিন্টু, ইভেন্ট চেয়ারপারসন রওশন আরা এবং সাবেক গভর্নরবৃন্দ।
বিশ্বব্যাপী মানবিক বিপর্যয়ের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সেমিনারে রোটরীয়ানদের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করা হয়।
আরকে//