ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

১৫ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০ এএম, ১৫ মার্চ ২০২০ রবিবার

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৫ মার্চ ২০২০, রোববার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ১৫ মার্চ ঘটনাবলি :
১৪৯৩ - ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা অঞ্চল এর প্রথম ভ্রমন শেষে স্পেন ফেরত যায়।
১৫৪৫ - ট্রেন্ট কাউন্সিল এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
১৫৬৪ - মূঘল সম্রাট আকবর জিজিয়া কর দূর করেন।
১৮২০ - যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে মেইন অন্তর্ভুক্ত হয়।
১৮৪৮ - বুদাপেস্টে হাঙ্গেরীয় বিপ্লবের সূচনা হয়।
১৮৭২ - সাক্ষ্য আইন প্রবর্তন করা হয়।
১৮৯২ - লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৯১৭ - রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন।
১৯৩৭ - শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু হয়।
১৯৭২ - বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
১৯৭৬ - নাইজারে ব্যর্থ অভ্যুত্থান সংঘটিত হয়।
১৯৭৯ - ব্রাজিলে প্রেসিডেন্ট ফিগুয়ের্দোর নেতৃত্বে বেসামরিক সরকার ক্ষমতা লাভ করে।
১৯০৬ - রোলস-রয়েস লিমিটেড নিগমবদ্ধ হয়।
১৯৬১ - দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ অফ নেশনস থেকে প্রত্যাহার করে।
১৯৮৫ - প্রথম ইন্টারনেট ডোমেইন নাম (symbolics.com) নিবন্ধিত হয়।
১৯৮৯ - বুড়িগঙ্গার ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন হয়।
১৯৯০ - মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়ন এর প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন।
২০১১ - সিরীয় অভ্যুত্থান (২০১১–২০১২) এর শুরু হয়।

আজ যাদের জন্মতারিখ :
০২৭০ - গ্রিক বিশপ সেন্ট নিকোলাস। 
১৭৬৭ - মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি অ্যান্ড্রু জ্যাকসন। 
১৮৩০ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক পল হেয়সে। 
১৮৫৪ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী এমিল ভন বেহরিং। 
১৯০২ - জাপানী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্য লেখক কাজিরো ইয়ামামোতো। 
১৯০৪ - কবি ও কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায়। 
১৯২০ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার এডওয়ার্ড ডোনাল থমাস। 
১৯৩০ - নোবেল পুরস্কার বিজয়ী বেলারুশীয় বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ ইভানোভিচ আলফারভ। 
১৯৩০ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও শিক্ষাবিদ মার্টিন কারপ্লাস। 
১৯৪৩ - কানাডীয় চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা ডেভিড ক্রোনেনবার্গ। 
১৯৫৯ - নাইজেরিয়ার কবি ও লেখক বেন ওকরি। 
১৯৭৭ - আমেরিকান ডিজে, প্রযোজক ও পরিচালক জো হান। 
১৯৬৯ - আমেরিকান অভিনেত্রী কিম রাভের। 
১৯৭৮ - আলজেরীয় অলিম্পিক দৌড়বীর আলি সইদি-সৈফ। 
১৯৯৩ - ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট। 
১৯৯৩ - তিনি ফরাসি ফুটবলার পল পগবা। 

আজ যাদের মৃত্যু হয় :
০০৪৪- রোমান জেনারেল ও রাজনীতিবিদ জুলিয়াস সিজার। 
০২২০ - চীনা যুদ্ধবাজ কাও কাও। 
১৫৩৬ - অটোমানের সুলতান পারগালি ইব্রাহিম পাশা। 
১৮৪২ - ইতালীয় সুরকার ও তাত্ত্বিক লুইজি চেরুবিনি। 
১৯২১ - অটোমান রাজনীতিক ও অটোমান সাম্রাজ্যের ২৮১তম গ্র্যান্ড ভিজিয়েরের মুহাম্মদ তালাত পাশা। 
১৯৩৯ - রম্যরচনা ও উপন্যাস লেখক জলধর সেন। 
১৯৬২ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ আর্থার হোলি কম্পটন। 
১৯৯৭ - হাঙ্গেরিয়ান চিত্রশিল্পী ভিক্টর ভাসারেলয়। 
২০০৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ জন অ্যান্থনি পোপল। 
২০০৮ - বাংলাদেশের রংপুর অঞ্চলের একজন বাম ধারার রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক ছয়ের উদ্দিন আহমেদ। 
২০১৫ - ভারতীয় লেখক ও সমাজ কর্মী নারায়ণ দেশাই। 

দিবস :
বিশ্ব ভোক্তা অধিকার দিবস,
বিশ্ব পঙ্গু দিবস
এসএ/