ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫,   চৈত্র ২১ ১৪৩১

গোমূত্র পান করে হাসপাতালে রামদেব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭ এএম, ১৫ মার্চ ২০২০ রবিবার

করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পড়েছেন ভারতের যোগগুরু রামদেব। ভাইরাসটিকে রুখতে গিয়ে গোমূত্র পান করেন তিনি। অত্যধিক মাত্রায় গোমূত্র পান করায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে থাকে। এ খবর ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমের।

সম্প্রতি ভারতের হিন্দু মহাসভার পক্ষ থেকে দাবি করা হয়, করোনা রুখতে একমাত্র ‘মহৌষধি’ হল গোমূত্র। এই দাবিকে কেন্দ্র করে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বহু পোস্ট। এমনই একটি পোস্ট করা ছবিতে দেখা যায় রামদেব হাসপাতালে ভর্তি।

সম্প্রতি সেদেশের ফেসবুকে ভাইরাল হয়েছে ঘটনাটি, এতে বলা হয়- করোনা ভাইরাসের হানা থেকে বাঁচতে অত্যধিক মাত্রায় গোমূত্র পান করে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন যোগগুরু রামদেব। এই দাবির স্বপক্ষে রামদেবের একটি ছবিও পোস্ট করা হয়। সেই ছবিতে হাসপাতালে ভর্তি থাকতে দেখা গেছে তাকে। তাকে ঘিরে রয়েছেন তার ভক্তরা।

ইতিমধ্যে ভারতের বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ছবি ও একই রকম খবর দিয়ে পোস্ট দেয়া হয়েছে।

ইংরেজিতে 'Baba Ramdev Weak Hospital' লিখে গুগল-সার্চের ফলে ছবিটির সন্ধান মেলে। ভাইরাল হওয়া এই ছবি প্রসঙ্গে বাবা রামদেবের মুখপাত্র তিজারওয়ালা এসকে একটি টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, এসব ভুয়া খবর। রামদেব সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

তিনি দাবি করেন, দেরাদুনে অনশন ভঙ্গের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল রামদেবকে। ছবিটি ওইসময় তোলা হয়েছিল।

এএইচ/