মুজিববর্ষ উপলক্ষে নিউ ইয়র্ক সিনেটে রেজ্যুলেশন পাস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার
নিউ ইয়র্ক সিনেট
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে নিউ ইয়র্ক স্টেট সিনেটে বিশেষ রেজ্যুলেশন পাশ হয়েছে। গত ১০ মার্চ এই বিশেষ রেজ্যুলেশন পাশ হয়।
নিউ ইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত স্টেট সিনেটর জন সি. ল্যু নিউইয়র্ক স্টেট সিনেটে এই রেজ্যুলেশন (৩০২) উপস্থাপন করেন।
মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে নিউ ইয়র্ক স্টেট যে স্মারক রেজ্যুলেশন পাশ করে তাতে আরও উল্লেখ করা হয় যে, নিউ ইয়র্ক স্টেটের সাংস্কৃতিক ঐতিহ্যে বাংলাদেশীরা বহুজাতিক যে অবদান রেখে চলেছে তারই স্বীকৃতি হচ্ছে এই স্মারক।
এ বছর বাংলাদেশের জাতির পিতার ১০০তম জন্মদিন। তিনি জন্মগ্রহণ করেন ১৯২০ সালের ১৭ মার্চ। মার্চ মাস বাংলাদেশীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আগামি বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী পালিত হবে।
মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে নিউ ইয়র্ক স্টেট যে স্মারক রেজ্যুলেশনে পাশ করে তাতে আরও উল্লেখ করা হয়, নিউ ইয়র্ক স্টেটের সাংস্কৃতিক ঐতিহ্যে বাংলাদেশীরা বহুজাতিক যে অবদান রেখে চলেছে তারই স্বীকৃতিস্বরূপ এই স্মারক।
তবে, স্মারক রেজ্যুলেশন পাশের পর করোনা ভাইরাসজনিত উদ্ভুত পরিস্থিতিতে শিশু–কিশোর উৎসব-২০২০ স্থগিত ঘোষণা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এনএস/