ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

করোনা ভাইরাস: ভ্যাকসিনের পরীক্ষা শুরু হচ্ছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮ এএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

মার্কিন যুক্তরাষ্ট্রে এ পরীক্ষা চালানো হবে- সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে এ পরীক্ষা চালানো হবে- সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা। আজ সোমবার থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্খিত পরীক্ষা। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসির সিয়াটলে কেইসার পার্মানেন্ট রিসার্চ সেন্টারে এ ভ্যাকসিন পরীক্ষার কার্যক্রম চালানো হবে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সফল হলে এ ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। খবর এপি’র। 

যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ'র অর্থায়নে মানবদেহে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। আর এতে অংশ নিচ্ছেন কমপক্ষে ৪৫ স্বেচ্ছাসেবী। এসব স্বেচ্ছাসেবীদের শরীরে করোনার ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। 

উল্লেখ্য, চীনে উৎপত্তি হওয়া এ ভাইরাস এখন ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে ৬৫০০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ। 

এমএস/