নিষেধাজ্ঞার পরও যাত্রী আনলো কাতার এয়ারওয়েজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
নিষেধাজ্ঞার পরও যাত্রী আনলো কাতার এয়ারওয়েজ
নিষেধাজ্ঞার পরও ইউরোপ থেকে যাত্রী নিয়ে বাংলাদেশে এসেছে কাতার এয়ারওয়েজের (কিউআর-৬৩৪) একটি ফ্লাইট। ফ্লাইটটি সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বিষয়ে বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, নতুন করে আসা এসব যাত্রীদের পরীক্ষার জন্য হজ ক্যাম্পে নেয়া হয়েছে। এদের মধ্যে ৬৮ জন ইতালি থেকে এবং বাকিরা এসেছেন জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশ থেকে।
এর আগে সোমবার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপের অন্যান্য দেশ থেকে কোনও এয়ারলাইন্স যাত্রী আনতে পারবে না বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এমনকি, যদি কোনও এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে, তবে তাদের খরচেই ফেরত পাঠানো হবে বলেও ঘোষণা দেয় তারা।
গতকাল (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার সে সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই ৯৬ যাত্রীকে নিয়ে ফিরলো কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি।
এই যাত্রীদের ফেরত পাঠানো হবে কিনা এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আমরা ইউরোপ থেকে যাত্রী আনতে নিষেধ করেছিলাম। কিন্তু এই ফ্লাইটটি যাত্রী নিয়ে আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায়, মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। সিভিল এভিয়েশন থেকে কাতার এয়ারওয়েজের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়েছে। তাদের দেশের সিভিল এভিয়েশনকেও এ ব্যাপারে অসন্তোষের কথা জানাবো।
এছাড়া, এরপর আর কোনও ফ্লাইটকে কোনওভাবেই নামতে দেয়া হবে না বলেও জানান এই কর্মকর্তা।
এনএস/