জুভেন্টাসের আরেক ফুটবলার করোনায় আক্রান্ত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০২ এএম, ১৮ মার্চ ২০২০ বুধবার
ফুটবলার মাতুইদি
জুভেন্টাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ব্লেইস মাতুইদির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে দানিয়েলে রুগানির শরীরে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসে। মঙ্গলবার (১৭ মার্চ) তার ক্লাব জুভেন্টাসের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, রক্ষণভাগের অসাধারণ প্রতিভাধর এই ফুটবলার ১১ মার্চ থেকে কোয়ারেন্টিনে আছেন। তবে এখন তার শারীরিক অবস্থা ভালো। ফুটবলার ব্লেইস মাতুইদি ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।
মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে চীনের পরেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। এ পর্যন্ত ৩১ হাজার ৫০৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ হাজার ৫০৩ জন।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী গিসেপে কন্তের নির্দেশে ছয় কোটিরও বেশি মানুষকে গৃহবন্দী করে রাখা হয়েছে। পুরো দেশজুড়েই ভ্রমণ নিষেধাজ্ঞা ও জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী কন্তে টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, ‘এখন আর সময় নেই। যারা সবচেয়ে ঝুঁকিতে আছেন তাদের সুরক্ষার জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।’
এএইচ/