রাজবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আতশবাজি উৎসব
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে রাজবাড়ীতে আলোচনা সভা ও কেক কেটে দিনটিকে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে রাত আটটায় জেলার আজাদী ময়দান ও মুক্তিযোদ্ধা চত্বরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আতশবাজি ফোটানো হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ।
একে//