করোনায় পাকিস্তানে ২ জনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে পাকিস্তানে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা টুইট বার্তায় এমন খবর দিয়েছেন।
মারা যাওয়া দুই ব্যক্তিই উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের বাসিন্দা। তাদের একজনের বয়স ৫০ বছর আর অন্যজনের বয়স ৩৬ বছর। এখন পর্যন্ত সেখানে ১৯ ব্যক্তির এই রোগ সংক্রমণ ঘটেছে। দেশটিতে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০১ জনে।
এদিকে, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বড় মাইলফলকে পৌঁছার ঘোষণা দিয়েছে চীন। প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ শুরু হওয়ার পর বৃহস্পতিবার দেশটিতে কোনও নতুন রোগী করোনায় আক্রান্ত হননি। তবে দেশের বাইরে থেকে আসা লোকজনের কারণে চীনের এই উন্নতি হুমকিতে পড়তে পারে।
গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি সামুদ্রিক প্রাণীর বাজার থেকে প্রথম এই ভাইরাস ছড়ায়। কিন্তু বৃহস্পতিবার সেই উহানে নতুন কোনও ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হননি।
একে//