টাঙ্গাইলে কোয়ারেন্টাইনে ১৬০ জন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ০১:০৪ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৫ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
টাঙ্গাইলে এখন পর্যন্ত ১৭১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৬০ জন হোম কোয়ারেন্টাইনে আছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, আজ পর্যন্ত জেলায় মোট ১৭১ জন বিদেশ ফেরতকে হোম করেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ১১ জনকে হোম করেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।
এদিকে, মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ হাজার ৯৬১ জন দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৯ হাজার ৮৭ জন। বিশ্বের ১৭৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৭১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার (১৮ মার্চ) একদিনে রেকর্ড ৪৭৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দুই হাজার ৯৭৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মোট চার হাজার ২৫ জন রোগী সুস্থ হয়েছেন।
একে//